শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬, ০৪:২৩:৩৯

পুলিশ সদস্যকে কুপিয়ে জখম, বাবা-ছেলে গ্রেপ্তার

পুলিশ সদস্যকে কুপিয়ে জখম, বাবা-ছেলে গ্রেপ্তার

এমটিনিউজ২৪ ডেস্ক : ময়মনসিংহের হালুয়াঘাট থানা পুলিশের চেকপোস্ট চলাকালে কনস্টেবল ইজাজুল হক এজাজকে কুপিয়ে গুরুতর আহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) গভীররাতে পৌরশহরের পাগলপাড়া এলাকায় পুলিশের চেকপোস্ট চলাকালে কনস্টেবল ইজাজুল হ্ক এজাজকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় পুলিশ রাতেই রুহুল আমিন খানকে (৫৫) আটক করে। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে পৌর শহর থেকে এ ঘটনায় জড়িত অপর আসামি রুহুল আমিন খানের ছেলে লিয়ন খানকে গ্রেপ্তার করা হয়।

হালুয়াঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘আমরা রুহুল আমিন খান ও তার পুত্র লিয়নকে গ্রেপ্তার করেছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে