বুধবার, ১৭ আগস্ট, ২০১৬, ০৯:২৪:৩৭

এক স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে চারজন নিহত

এক স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে চারজন নিহত

নারায়ণগঞ্জ : এক স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে প্রাইভেট কার খাদে পড়ে চারজন নিহত হয়েছেন।
 
বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে নারায়গঞ্জের আড়াইহাজার উপজেলার পুরিন্দা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
এ সময় প্রাইভেট কারের ধাক্কায় পুরিন্দা কে এম সাদেকুর রহমান উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আরিফা মারাত্মক আহত হয়।  তাকে উদ্ধার করে নরসিংদী হাসপাতালে পাঠানো হয়েছে।
 
নিহতরা হলেন নরসিংদী জেলার মাধবদী থানাধীন ভগিরথপুর এলাকার শিল্পপতি মোমেন মোল্লার ছেলে পাভেল (২৪), বাতেনের ছেলে তুষার (২২), রশিদ মেম্বারের ছেলে লিমন (২৬) ও মাছুম মিয়ার ছেলে অভি (২৩)।
 
নিহতরা সবাই মাধবদী থেকে ঢাকা যাচ্ছিলেন।  তারা চারজনই ওই এলাকায় কাপড়ের ব্যবসা করতেন।
 
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) শফিউল আজম খান জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে নরসিংদী থেকে প্রাইভেট কারে (ঢাকা মেট্রো-ঘ-১৫ ১৮৩৪) করে ওই চারজন ঢাকা যাচ্ছিলেন।
 
গাড়িটি ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজার পুরিন্দায় আসলে তাদের সামনে পড়ে আরিফা নামে এক স্কুলছাত্রী।  তাকে বাচাঁতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।  এ সময় গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

ঘটনাস্থলেই তুষার নামে একজন মারা যান।  পরে আহতদের রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নেয়া হলে পাভেল, লিমন ও অভি মারা যান।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, পুরিন্দা এলাকার মজিবুর রহমানের মেয়ে স্কুলছাত্রী আরিফা হঠাৎ রাস্তা পার হচ্ছিল।  ওই সময়ে তাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি খাদে পড়ে যায়।  রএ সময় কারের ধাক্কায় আরিফা আহত হয়।
১৭ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে