নারায়ণগঞ্জ : বই কেনার টাকা না পেয়ে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। দিনমজুর বাবার আক্ষেপ- অভাবের সংসার, মেয়েকে বই কিনে দিতে পারি নাই। যদি জানতাম- মেয়ে আমার বইয়ের জন্য বিষ খাবে, তবে ভিক্ষা করে হলেও বই কিনে দিতাম।
বুধবার মেয়ের লাশ দাফন করার সময় কান্নাজড়িত কণ্ঠে দিনমজুর আবুল খায়ের এভাবেই কথাগুলো বলছিলেন।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ বন্দরের মুছাপুর এলাকার দিনমজুর আবুল খায়েরের মেয়ে ঢাকেশ্বরী মিলস উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর প্রথম বর্ষের ছাত্রী সোমা আক্তার (১৭) কিটনাশক পানে আত্মহত্যা করে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, কলেজছাত্রী সোমা আক্তার তার মায়ের কাছে বই কেনার জন্য চাপ দিত। কলেজের যাওয়ার ভাড়া চাইত মাত্র ৫০ টাকা। এতে তার মা মেয়েকে রাগ করে উচ্চভাষায় কথা বলেন।
এ কারণে সে অভিমান করে বিষপান করে। দুপুরে বিষপান অবস্থায় ছটফট করতে দেখে বাড়ির অন্য লোকজন এসে ছাত্রীকে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে নারায়ণগঞ্জ তিনশ’ শয্যা হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে।
পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে লাশ নিহতের বাবার কাছে হস্তান্তর করা হয়।
১৭ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম