নারায়াণগঞ্জ : সিটি করপোরেশন নির্বাচনে প্রচার-প্রচারণার কাজ করতে কোনও ধরনের ভয় না পেতে স্থানীয়দের আশ্বস্ত করেছেন মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াৎ আইভী। সেই সাথে তিনি তাদের অভয় দেন।
মঙ্গলবার নারায়ণগঞ্জ নগরীর কয়েকটি এলাকা পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ‘আপনারা ভয় পাবেন না। আপনারা কাজ করে যান। সমস্যা হলে আমাকে জানাবেন। কোনও রকম ভয় নাই। কেউ কিছু বললে আমাকে জানাবেন।’
বিকেলে আইভী নগরীর শহীদনগর ও ডিয়ারা এলাকায় গেলে নারী পুরুষেরা এসে ভীড় করে। তখন এলাকাবাসী আইভীকে ফুলের পাপড়ী ছিটিয়ে স্বাগত জানান। আইভীকে ভোট চাইতে নিষেধ করে তারা বলেন, ‘ভোট চাইবো আমরা, আপনি না। আমরা আপনার নির্বাচনের কাজ করবো।’
এদিকে আওয়ামীগের প্রার্থী আইভী বলেন, ‘আমি উন্নয়ন কোনও মুখ দেখে করি নাই। আমার কাছে যে যখন গিয়েছে আমি জিজ্ঞাসা করি নাই কে আপনি, কোথায় থাকেন, কোন দল করেন। আমি আপনাদের সমস্যা শুনে যেটা সঠিক ও ন্যায়সঙ্গত মনে হয়েছে সেটাই করে দিতে চেষ্টা করেছি। আমি আপনাদের জন্য দল-মতের ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করেছি। তাই এ নৌকা আপনারা নির্বাচিত করবেন।’
এসময় সেলিনা হায়াৎ আইভী শহীদ নগর ডিয়ারা এলাকার তিনটি মহলায় নারীদের সঙ্গে দেখা করে বৈঠক করেন। এছাড়াও শহীদ নগর এলাকার মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলেন তিনি।
২৯ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি