নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে সমর্থন দিয়ে মেয়র পদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রার্থী মোসলেমউদ্দিন।
রবিবার (৪ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ১৫ জন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীও তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এর ফলে এখন নাসিক নির্বাচনে মেয়র পদে সাত জন, কাউন্সিলর পদে ১৫৬ জন ও নারী কাউন্সিলর পদে ৩৮ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রবিবার বিকাল সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যালয়ে ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে জাসদের মেয়র প্রার্থী মোসলেমউদ্দিনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিকাল সাড়ে ৪টায় তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
এ সময় মোসলেমউদ্দিন বলেন, ‘১৪ দলের সিদ্ধান্তে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অনুরোধে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি। জাতীয় ঐক্যের স্বার্থে ১৪ দলের সিদ্ধান্তকে মেনে নিয়েছি। আমি দলের সিদ্ধান্তে ১৪ দলের প্রার্থী ডা. সেলিন হায়াৎ আইভীকে সমর্থন করে যাব।’
বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, জেলা জাসদের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মোহর আলী চৌধুরী প্রমুখ।
৪ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি