সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬, ০২:৪১:২৯

ব্রিজটি সাখাওয়াত কীভাবে বানাবেন জানতে চান আইভী

ব্রিজটি সাখাওয়াত কীভাবে বানাবেন জানতে চান আইভী

নারায়ণগঞ্জ : ‘নির্বাচিত হলে শীতলক্ষ্যা নদীর ওপর সেতু করে দেব’ বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খানের এই প্রতিশ্রুতিতে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, ‘সাখাওয়াত হোসেন যে প্রতিশ্রুতি দিচ্ছেন ব্রিজ করে দেবেন, তা তিনি কীভাবে করে দেবেন। উন্নয়নের এ ধারাবাহিকতা রাখতে হলে আইভীকেই প্রয়োজন আছে। এ সরকারের প্রয়োজন আছে। মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই এ সেতু করে দেবেন।’

সোমবার সকালে শহরের ১২ নং ওয়ার্ডের ইসদাইর উত্তর চাষাঢ়ায় গণসংযোগের সময়ে এসব কথা বলেন আইভী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস প্রমুখ।

আইভী আরও বলেন, ‘শীতলক্ষ্যা নদীর ওপরে সেতু করে দেবো এ ধরনের কোনও প্রতিশ্রুতি আমি কখনও দেইনি। তবে সেতু করার জন্য বিগত পাঁচ বছর অনেক চেষ্টা করেছি। আমি সিটি করপোরেশনের মাধ্যমে ৫ নং খেয়াঘাট এলাকা দিয়ে ব্রিজটা তৈরি করতে চাচ্ছি, সেটার কাজও অনেক দূর এগিয়ে গেছে। আমি চেষ্টা করবো এ ব্রিজটা যেন করা যায়।’

সেনাবাহিনী মোতায়েন বিষয়ে আইভী বলেন, ‘নির্বাচনের আরও ৯ দিন বাকি। দিনের পর দিন নির্বাচন চিত্র বদলাচ্ছে। যদি নির্বাচন কমিশন মনে করে তাহলে তারা এ বিষয়ে ব্যবস্থা নেবে। এ ব্যাপারে আমার কোনও কিছু বলার নেই।’

কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারেননি আইভী প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী সাখায়াত হোসেনের এ অভিযোগের পরিপ্রেক্ষিতে আইভী বলেন,‘এ বিষয়ে জনগণ বলবে, আমি বলবো না। উন্নয়ন কী করেছি না করেছি সেটা জনগণই ভালো বলতে পারবে।’

গ্যাস, পানির সমস্যার বিষয়ে আইভী বলেন, ‘গ্যাস ও পানি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নয়। গ্যাসের একটা সমস্যা নারায়ণগঞ্জে আছে। ইতোমধ্যে আমি প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তবে এখন হয়তো কিছুটা গ্যাসের চাপ কমে গেছে। তবে গ্যাসের কাজ এখানে চলছে। তাই দয়া করে এ নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না। পানির সমস্যা ঢাকা ওয়াসার কাজ, সেটা ওয়াসা দেখবে। কিন্তু এ কাজটাকে সহযোগিতা করার জন্য আমাদের যতটুকু সহযোগিতা প্রয়োজন সেটা করবো।’
১২ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে