নারায়ণগঞ্জ থেকে : নারায়ণগঞ্জের নির্বাচন ঘিরে স্বপ্ন আর চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে চলছেন মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। দলের মনান্তর আর অনৈক্য পেছনে ফেলে নেতা-কর্মীদের মন জয় করে ইতিবাচক ধারায় হাঁটছেন তিনি।
সর্বশেষ সংবাদ সম্মেলন করে আইভীর প্রতি সংসদ সদস্য শামীম ওসমানের সমর্থন নির্বাচনী প্রচারাভিযানে নতুন মাত্রা দিয়েছে। উন্নয়ন নিয়ে এতদিন যে প্রশ্নগুলো ছিল তাও কাটিয়ে উঠতে শুরু করছেন আইভী। শুরু থেকেই আওয়ামী লীগ এ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে।
এ কারণে গণভবনে শামীম ওসমান ও আইভীকে ডেকে নিয়েছিলেন প্রধানমন্ত্রী। এখানেই শেষ নয়, আইভী ও শামীমের দূরত্ব কমাতে নারায়ণগঞ্জের নির্বাচন সমন্বয়ে ডা. দীপু মনিকে পরিবর্তন করে প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্ল্যাহকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে দলের কেন্দ্রীয় নেতা আবদুর রহমান, এনামুল হক শামীম ও মুহিবুল হাসান চৌধুরী নওফেল কাজ করছেন।
এর সঙ্গে কেন্দ্রীয় নেতাদের একটি বড় গ্রুপ অঙ্গ ও সহযোগী সংগঠন নিয়ে নারায়ণগঞ্জে আসা-যাওয়া করছেন। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ নারায়ণগঞ্জকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। আইভী এ চ্যালেঞ্জের ইতিবাচক ধারায় দলকে জয় উপহার দিতে চান। এ কারণে সব ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ শুরু করেছেন দলের নেতা-কর্মীদের সঙ্গে।
বিগত মেয়র নির্বাচনে আইভীর সঙ্গে যারা ছিলেন তারা তো আছেনই, এবার ওসমান পরিবারেরও সমর্থন তিনি পেতে শুরু করেছেন। সংসদ সদস্য সেলিম ওসমান জাতীয় পার্টির কোনো প্রার্থী রাখেননি। শামীম ওসমান নিজেও বলছেন, ‘যে কোনো মূল্যে আমরা আইভীকে জয়ী করবই। ’
এ কারণে শামীম সমর্থকরাও এখন মাঠে। আইভী সব বিষয়ে চোখ-কান খোলা রেখে কাজ করছেন। একদিকে তিনি তার হাতে হওয়া উন্নয়নের কথাগুলো তুলে ধরছেন অন্যদিকে জানাচ্ছেন ভবিষ্যৎ পরিকল্পনা। পাশাপাশি তার এতদিনের গড়ে ওঠা ইমেজকে পুরোপুরি কাজে লাগাচ্ছেন। বিডি প্রতিদিন
১৫ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসবি