সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৪০:৫৬

জামিনে ছাড়া পেলেন সোনারগাঁয়ের কাউন্সিলর মোশারফ

জামিনে ছাড়া পেলেন সোনারগাঁয়ের  কাউন্সিলর মোশারফ

মোঃ হাবিবুর রহমান, সোনারগাঁ প্রতিনিধিঃ  জমি কিনে দেয়ার কথা বলে চৈতি কম্পোজিট নামে একটি শিল্প প্রতিষ্ঠানের টাকা আত্মস্বাতের মামলায় গ্রেফতারের পর জামিনের কাগজ দেখিয়ে ছাড়া পেয়েছেন সোনারগাঁ পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোশারফ হোসেন।

জানা গেছে, উপজেলার টিপুরদীস্থিত শিল্প প্রতিষ্ঠান চৈতি কম্পোজিটের মালিকের কাছ থেকে গত ২০১১ সালের ৩ নভেম্বর জমি কিনে দেয়ার কথা বলে ১০ লাখ টাকা নেয় পৌর কাউন্সিলর মোশারফ হোসেন। কিন্তু পরে তিনি জমি কিনে না দেয়ায় চৈতি কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ আদালতে তার বিরুদ্ধে একটি মামলা করেন। ওই মামলায় ওয়ারেন্ট হওয়ায় সোনারগাঁ থানা পুলিশ তাকে গতকাল সকালে উপজেলার টিপুরদী এলাকা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে গ্রেফতারকৃত মোশারফ হোসেনের স্বজনরা জামিনের কাগজ দেখিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যায়।


এ ব্যাপারে পৌর কাউন্সিলর মোশারফ হোসেন জানান, তিনি চলতি মাসের ১ তারিখে জামিন পেয়েছেন। তবে ভুলবশত ওই জামিনের কাগজ থানায় জমা না দেয়ায় পুলিশ তাকে গ্রেফতার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. মঞ্জুর কাদের (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  
১৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে