নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে অবশেষে রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরিতে সহায়তাকারী প্রতারক চক্রের ছয় সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।
এসময় পাসপোর্ট তৈরির জন্য ভুয়া জন্মসনদ, কাউন্সিলরের সিল, সরকারি দপ্তরের সিল, ল্যাপটপ, মোবাইল ফোনসহ অবৈধ লেনদেনের ২ লাখ ৩০ হাজার নগদ টাকা জব্দ করা হয়।
১১ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত র্যাব-২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকের নেতৃত্বে একটি দল সিদ্ধিরগঞ্জের জালকুড়ি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সামনে চারটি কম্পিউটারের দোকানে অভিযান চালিয়ে এদের আটক করে।
আটককৃত তিনজন হলেন- ওয়াহিদ আলী (২৮), আজিম (৩০) এবং মো. ফজলুল করিম। তবে এদের সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। অপর তিনজনের নাম তদন্তের স্বার্থে প্রকাশ করতে অপারগতা জানিয়েছে র্যাব।