সোনারগাঁয়ে উঠান বৈঠকে মেয়র প্রার্থী সাদেক ভূঁইয়া
মোঃ হাবিবুর রহমান, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: সোনারগাঁ পৌরসভার দরপত এলাকায় গতকাল শনিবার বিকেলে জগ প্রতীকধারী মেয়র প্রার্থী সাদেকুর রহমান ভূঁইয়ার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় পৌর কাউন্সিলর জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁয়ের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের সাবেক প্রশাসক আবু নূর মোহাম্মদ বাহাউল হক।
উঠান বৈঠকে মেয়র প্রার্থী সাদেকুর রহমান ভূঁইয়াসহ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নারী নেত্রী মিসেস ডালিয়া লিয়াকত, আলী হোসেন, হাজী পিয়ার আলী, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম রুমা, মানবাধিকার কর্মী জাহানারা আক্তার, মাহমুদা ইসলাম ফেন্সী, দারোগ আলী প্রধান, মঞ্জুর হোসেন, সিরাজুল ইসলাম, আইয়ুব আলী, মোস্তফা মিয়া, হযরত আলী, আলেক চাঁন, ইমন, আক্কাস আলী, খোরশেদ, ফেলু প্রধানসহ এলাকার সর্বস্তরের জণসাধারণ।
উঠান বৈঠকে মেয়র প্রার্থী সাদেকুর রহমান ভূঁইয়া বলেন, পৌরসভা নির্বাচন কোন ছেলে খেলা নয়। এ নির্বাচনের মাধ্যমে আগামী ৫ বছর এ পৌরসভার উন্নয়ণ, রাস্তাঘাট নির্মাণ, সামাজিক অবক্ষয় প্রতিরোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ পৌরবাসীর সুখ-দুঃখের দায়িত্ব একজন মেয়র ও নয়জন কাউন্সিলরদের হাতে তুলে দেয়া হয়। কাজেই আপনারা পিঠা বন্টনের দায়িত্ব কোন বানরের হাতে তুলে দিয়েন না। আমি বলি না যে আমাকেই ভোট দেন। বরং আমার দাবি হলো, আপনারা ভেবে চিন্তে সৎ, আমানতদার ও যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করুন। তবে আল্লাহকে স্বাক্ষী রেখে আমি এতটুকু বলতে পারি যে, আমি মেয়র থাকাকালে কাউকে জুলুম নির্যাতন করিনি এবং অন্য কাউকে তা করতেও দেইনি। তাছাড়া আমি পৌরসভার ১টি টাকাও আত্মস্মাত করিনি। পৌরবাসীর সুখের জন্য প্রয়োজনে নিজের পকেট থেকে অর্থ খরচ করেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে মৃত্যু পর্যন্ত আপনাদের খেদমত করে যেতে পারি।
২৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস