আজব কারবার!
নারায়ণগঞ্জ প্রতিনিধি : আজব কারবার! এক কর্মকর্তার মলদ্বারে কমপ্রেসার মেশিনের হাওয়া ঢোকানোর কারণে রোববার রাত পৌনে ৮টার দিকে আহত জুনিয়র কিউসি মো. আবুল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পেট ফুলে তার অবস্থা আশঙ্কাজনক।
এ অভিযোগে অপর দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের ফতুল্লার ফকির নিটওয়্যারস লিমিটেড নামের একটি রফতানিমুখী গার্মেন্টের ডাইং সেকশনে।
ফকির নিটওয়্যারস লিমিটেডের কোয়ালিটি ম্যানেজার এসএম আসাদুজ্জামান বাদী হয়ে মঙ্গলবার সকালে মামলা দায়ে করলে পুলিশ ওই দুই আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন ওই গার্মেন্টের জুনিয়র কিউসি (কোয়ালিটি কন্ট্রোলার) মোতাহার হোসেন ও সাগর উদ্দিন। তারা ফতুল্লার কুতুবপুর এলাকার বাসিন্দা।
মামলার এজাহার থেকে জানা যায়, ২৭ ডিসেম্বর রাত পৌনে ৮টার দিকে কারখানাটি ছুটির আগ মুহূর্তে ডাইং সেকশনে কর্মরত জুনিয়র কিউসি আবুল হোসেনকে ধরে পায়ুপথে কমপ্রেসার মেশিনের হাওয়া ঢোকায় অপর দুই জুনিয়র কিউসি মোতাহার হোসেন ও সাগর উদ্দিন।
পরে গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার পেট ফুলে গিয়ে অবস্থা আশঙ্কাজনক।
মামলায় উল্লেখ করা হয়, ঘটনাটির আগে আবুল হোসেনের সঙ্গে মোতাহার হোসেন ও সাগর উদ্দিনের কোনো ধরনের ঝগড়া হয়নি। কমপ্রেসার মেশিনের হাওয়া দিলে মানুষ মারা যেতে পারে এটা জেনেও তারা এ ধরনের ন্যক্কারজনক কাজ করেছে। মামলার সঙ্গে অভিযুক্তদের স্বীকারোক্তিমূলক কাগজ ও কোয়ালিটি ইন্সপেক্টর ফারুক মিঞার লিখিত বক্তব্য স্বাক্ষী হিসেবে সংযুক্ত করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন গণমাধ্যমকে জানান, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে ওই দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে জানান তিনি।
২৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম