রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০৬:০৮:০৯

এসি থেকে নয়, গ্যাস ও বিদ্যুতের স্পার্ক থেকেই মসজিদে বি'স্ফো'রণ

এসি থেকে নয়, গ্যাস ও বিদ্যুতের স্পার্ক থেকেই মসজিদে বি'স্ফো'রণ

নারায়ণগঞ্জ থেকে : নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে ছয়টি এসির একটিও বিস্ফোরিত হয়নি। লিকেজ থেকে বের হওয়া গ্যাস এবং বিদ্যুতের স্পার্ক থেকে বের হওয়া আগুনেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (৬ সেপ্টেম্বর) সময় সংবাদকে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির প্রধান উপ-পরিচালক নূর হাসান আহমেদ।

তিনি বলেন, ''মসজিদের এসি থেকে বি'স্ফো'রণের ঘ'টনা ঘটেনি। ছয়টি এসির প্রতিটির ক্যাচিং পু'ড়েছে কিন্তু ভেতরের সব ঠিক আছে। বি'স্ফো'রণ হয়েছে গ্যাসের ও বিদ্যুতের স্পার্ক থেকেই।'' এদিকে ঘ'ট'নাস্থল পরিদর্শনের পর সিআইডির তদ'ন্ত কমিটির সদস্যও পুলিশ পরিদর্শক জিয়াউদ্দিন উজ্জলও একই কথা বলেছেন। 

তিনি বলেন, ''গ্যাস ও বিদ্যুৎ থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছয়টি এসির একটিও বিস্ফোরিত হয়নি, হওয়ার কথাও নয়।'' এদিকে বি'স্ফো'রণের ঘ'ট'না তদ'ন্তে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, তিতাস গ্যাস, সিআইডি এবং ডিপিডিসির পক্ষ থেকে আলাদা পাঁচটি তদ'ন্ত কমিটি গঠনা করা হয়েছে।

জেলা প্রশাসন পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকেই তদ'ন্ত কমিটি কাজ শুরু করেছে। গ্যাস ও বিদ্যুৎ সংযোগে সম'স্যা-এই দুটি বিষয়কে প্রাধান্য দিয়ে প্রাথমিকভাবে তারা কাজ করছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে