সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২০, ০৭:০৩:৫১

আমি এই চার্জশিট মানি না: শামীম ওসমান

আমি এই চার্জশিট মানি না: শামীম ওসমান

নারায়ণগঞ্জ থেকে : ২০০১ সালের ১৬ জুন বো'মা হা'মলায় সাক্ষী দেয়া প্রসঙ্গে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমি এই চা'র্জশি'ট ও অ'ভিযো'গ মানি না। বো'মা হা'মলার ঘ'টনার সময় পরপর আমার কাছ থেকে সাক্ষ্য নেয়া হয়েছিল। যে তদ'ন্তকারী কর্মকর্তা সাক্ষ্য গ্রহণ করেছে, আমি যা বলেছিলাম তার সাথে কোন মিল নেই। 

'এজন্য আমি আদালতকে তা অবগত করেছি এবং আদালত তা গ্রহণ করে আদালতের পিপিকে পিটি'শন দেওয়ার জন্য আদেশ দিয়েছেন।' সোমবার দুপুরে ২টা ১৪ মিনিটে শামীম ওসমান আদালতে সাক্ষী দিতে প্রবেশ করেন। নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের প্রথম বিচারক শেখ রাজিয়া সুলতানা তার সাক্ষ্য গ্রহণ করেন। আদালতে সাক্ষী দেয়া শেষে আদালত থেকে বের হয়ে আদালত প্রাঙ্গণে জমায়েত গণমাধ্যম কর্মীদের কাছে আদালতে দেয়া সাক্ষ্য প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, ২০০১  সালের ১৬ জুন চাষাড়া শহীদ মিনার সংলগ্ন আওয়ামী লীগ অফিসে শামীম ওসমানকে টা'র্গে'ট করে বো'মা হা'মলা হয়। ওই বো'মা হা'মলায় ২০ জন নিহ'ত ও অ'র্ধশতা'ধিক আহ'ত হয়। এ ঘ'টনায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বাদী হয়ে মামলা দায়ের করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে