শনিবার, ০২ জানুয়ারী, ২০১৬, ০৮:৩৮:০৯

সোনারগাঁ পৌর নির্বাচনে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনায় মামলা

সোনারগাঁ পৌর নির্বাচনে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনায়  মামলা

মোঃ হাবিবুর রহমান, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: গত ৩০ ডিসেম্বর সোনারগাঁ পৌরসভা নির্বাচনের দিন সোনারগাঁ জি.আর ইন্সটিটিউট কেন্দ্র দখলের জন্য আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এ.টি ফজলে রাব্বীর পক্ষে প্রায় দুই শতাধিক সমর্থক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কয়েক দফা হামলা, পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। থানার এসআই আব্দুল মালেক বাদি হয়ে মামলাটি দায়ের করেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নির্বাচনের দিন ভোট কেন্দ্র দখলের জন্য আওয়ামীলীগের প্রার্থী এ.টি ফজলে রাব্বীর প্রায় দুই শতাধিক সমর্থক দফায় দফায় লাঠি, বাঁশ, লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের উপর হামলা চালায় এবং ককটেল নিক্ষেপ করে। যার আঘাতে ওসি মঞ্জুর কাদের, কনষ্টেবল জিয়াউর রহমান, ইউনুস কবির, হাবিবা আক্তারসহ কমপক্ষে ৫জন পুলিশ সদস্য আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এ ঘটনায় নির্বাচনের দিন রাতেই উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম নান্নুসহ অজ্ঞাতদের আসামী করে থানায় একটি মামলা করা হয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। ২ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে