সোনারগাঁয়ে মিলাদ ও শোকরানা দোয়ায় এমপি খোকা
মোঃ হাবিবুর রহমান, সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেছেন, ২০১৪ সালের ৫ জানুয়ারী যে সংসদ নির্বাচন হয়েছে তা মূলত গণতন্ত্র রক্ষার নির্বাচন ছিল। কেননা তখন স্বাধীনতা বিরোধী অপশক্তিরা দেশে হত্যাযজ্ঞের রাজনীতি কায়েম করতে চাচ্ছিল। তখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা নির্বাচনের মাধ্যমে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। এছাড়া গত ৫ জানুয়ারী ওই স্বাধীনতা বিরোধী শক্তিরা আবারো যখন দেশব্যাপী হত্যাযজ্ঞ শুরু করে তখন আমরা তাদের বিরুদ্ধে আবারো রুখে দাঁড়াই। বয়সের কারণে মুক্তিযুদ্ধে অংশ না নিতে পারলেও স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে এভাবে লড়তে পেরে আমার মুক্তিযোদ্ধা হওয়ার স্বপ্ন কিছুটা হলেও পূর্ণ হয়েছে। মহাজোট সরকার ও সোনারগাঁয়ের এমপি লিয়াকত হোসেন খোকার দুই বছর পূর্তি উপলক্ষে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তাস্থিত আইয়ুব প্লাজায় আয়োজিত মিলাদ ও শোকরানা দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি লিয়াকত হোসেন খোকা এসব কথা বলেন।
এ সময় এমপি খোকা আরো বলেন, শুধু স্বাধীনতা বিরোধী শক্তিই নয় বরং এখন স্বাধীনতার পক্ষের সাইনবোর্ড ব্যবহার করে কিছু শয়তান দেশের উন্নয়ণে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে সচেষ্ট রয়েছে। সাংসদ হওয়ার পর আমি সোনারগাঁয়ে উন্নয়ণ করছি দেখে ঈশ্বার্নিত হয়ে একটি মহল এ উন্নয়ণ কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির পাঁয়তারা করছে। আমি যাতে সরকারী বরাদ্দ না পাই সেজন্য তারা উপর মহলে তদবীর শুরু করছে। যারা সোনারগাঁয়ের সাংসদ থাকাবস্থায় উন্নয়ণ করতে না পেরে এখন আমার সাথে শয়তানী শুরু করেছে আমি সেসব রাজনৈতিক ব্যক্তিদের ধিক্কার জানাই। তারা বৈধ গ্যাসের লোভ দেখিয়ে আমার সোনারগাঁবাসীর কাছ থেকে কোটি কোটি অবৈধ টাকা হাতিয়ে নিয়েছে। তারা পৌরসভা নির্বাচনে সোনারগাঁয়ের মানুষকে হত্যা করার জন্য আড়াইহাজার থেকে সন্ত্রাসী ভাড়া করে এনেছে। নির্বাচনের আগেই এসিল্যান্ড অফিসে গিয়ে তারা পৌরসভার কোথায় কোথায় খাস জমি রয়েছে তার হিসাব চেয়েছে। যারা মাদক ব্যবসায়ীদের আশ্রয়দাতা আমি অবশ্যই তাদের বিরুদ্ধে লড়াই করে যাব। এ লড়াইয়ে সমাজের ভালো মানুষরা হবে আমার সহযোদ্ধা। আর আমার সহযোদ্ধাদের কাছে অনুরোধ একটাই, সেটা হলো আপনাদের দ্বারা সোনারগাঁয়ের একটি মানুষও যেন কষ্ট না পায়। কারো চোখে যেন পানি না আসে। কোন মাদক ব্যবসায়ী যাতে আপনাদের দ্বারা প্রশ্রয় না পায়। এসব ভালো কাজ এবং মানব সেবার মাধ্যমে আমি ও আপনারা পরকালে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি এক সাথে বেহেশতে যাব ইনশাআল্লাহ।
মিলাদ ও শোকরানা দোয়ার অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আলী হোসেন, সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির সভাপতি হাজী পিয়ার আলী, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আবু তালেব চৌধুরী জিসান, প্রচার সম্পাদক মো. শহীদ, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম রুমা, পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর জাহেদা আক্তার মনি, পারভীন আক্তার, শাহজালাল মিয়া, দুলাল মিয়া, রফিকুল ইসলাম, উপজেলা নারী নেত্রী জাহানারা আক্তার, বিউটি আক্তার, বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রফিকুল ইসলাম, বৈদ্যেরবাজার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আইয়ুব আলী মেম্বার, সাদিপুর ইউপি মেম্বার ইকবাল প্রধান বাচ্চু, মহিলা মেম্বার রোকসানা আক্তার, রুনা আক্তার, উপজেলা যুব সংহতি নেতা কাজী লিটু, বুলবুল আহমেদ, মাসুদ রানা, উপজেলা ছাত্র সমাজের সভাপতি ফজলুল হক মাষ্টার, সাধারণ সম্পাদক সেকান্দার আলীসহ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।
০৫ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস