নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপারকে নিয়ে আঘাত করে কথা বলা হচ্ছে। আমার কাছে কষ্ট লাগে নারায়ণগঞ্জের প্রশাসনকে নিয়ে কেউ কেউ, হয়তো আমার দলের কেউ সমালোচনা করে।
রোববার (২১ মার্চ) বিকেলে ফতুল্লার পঞ্চবটি এলাকায় ফতুল্লা মডেল থানা পুলিশের মাস্ক পরিধান সচেতনতামূলক ক্যাম্পেইনে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি একথা বলেন।
শামীম ওসমান বলেন, ‘পুলিশ প্রশাসন এই করোনার সময় যা করেছে ওনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। নিজেদের পকেটের টাকা খরচ করে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের দ্রুত সুস্থ করে তোলার চেষ্টা করেছেন। তারপর আইনশৃঙ্খলা ঠিক রেখেছেন। এটার নাম লিডারশিপ। আমি নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে ডিসি-এসপির কাছে ক্ষমা চাইছি। যদিও আমি এমপি, তাদের থেকে আমার র্যাঙ্ক অনেক ওপড়ে, কিন্তু আমি ক্ষমা চাচ্ছি এই কারণে আপনারা নারায়ণগঞ্জবাসীকে ভুল বুঝবেন না।’
তিনি আরও বলেন, ‘আমার মনে হয় স্বাধীনতা বিরোধীদের মুখপাত্ররা বিভিন্ন লেবাস ধরে থেকে মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধার ভাই, শহীদের ভাইদের হিট করে কথা বলেন। যেহেতু নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ অনেক অফিসার আছেন যারা মুক্তিযোদ্ধার পরিবার, হয়তো ওনাদের (স্বাধীনতাবিরোধীরা) কাছে মুক্তিযোদ্ধাদের বংশাবলি ভালো লাগে না, তাই তাদের হিট করে কথা বলা হচ্ছে।’