বৃহস্পতিবার, ০৮ এপ্রিল, ২০২১, ১১:০১:৩৩

নারায়ণগঞ্জে লাশ নিয়ে বিক্ষোভ, বাড়িঘরে আগুন, দ্রুত ঘটনাস্থলে ছুটে গেল পুলিশ

নারায়ণগঞ্জে লাশ নিয়ে বিক্ষোভ, বাড়িঘরে আগুন, দ্রুত ঘটনাস্থলে ছুটে গেল পুলিশ

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় জুয়েল (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় বিক্ষুব্ধ গ্রামবাসী নিহতের লাশ নিয়ে সড়ক অবরোধসহ হত্যাকারী তোতা মিয়ার ৪টি বসত ঘরে অগ্নিসংযোগ করেছে।

বৃহস্পতিবার দুপুর ২টায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের আন্দিরপাড়স্থ হেদায়েতপাড়া এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে। 

রাস্তা অবরোধ ও অগ্নিসংযোগের খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে মদনপুরের আন্দিরপাড় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অপরাধে পুলিশ মদনপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার শাহাজালাল মিয়ার স্ত্রী শাহানাজ বেগম (৩৮) ও তার ছেলে ইয়াছিনকে (১৭) আটক করেছে। 

বৃহস্পতিবার বাদ মাগরিব মদনপুর বড় সাহেব বাড়ী জামে মসজিদের সামনে নিহত জুয়েলের জানাজা শেষে মদনপুর কবরস্থানে দাফন সম্পন্ন করে তার আত্মীয়-স্বজন। 

বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ইতিমধ্যে ২ জনকে আটক করা হয়েছে। তবে প্রকৃত খুনিদের চিহিৃত করে গ্রেফতারের আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে বন্দর থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে