রবিবার, ১১ এপ্রিল, ২০২১, ১১:৩৩:২৪

এ ঘটনায় ওই শিক্ষার্থীর পরিবার ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে

এ ঘটনায় ওই শিক্ষার্থীর পরিবার ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে

নারায়ণগঞ্জ ও সোনারগাঁও: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও গোবিন্দপুর এলাকায় রোববার দুপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে।

চাচাতো ভাইকে বাঁচাতে গিয়ে ওই ছাত্রী নদে ডুবে যায়। এ ঘটনায় ওই শিক্ষার্থীর পরিবার ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত ওই মাদ্রাসাছাত্রীর নাম সুমাইয়া আক্তার (১২)। সে গোবিন্দপুর গ্রামের ইসমাঈল মিয়ার মেয়ে। সে লাধুরচর ফাতেমাতুজ্জোহরা মহিলা মাদ্রাসার মক্তব বিভাগের ছাত্রী ছিল।

এলাকাবাসী জানান, উপজেলার গোবিন্দপুর গ্রামের ইসমাঈল মিয়ার মেয়ে সুমাইয়া আক্তার তার চাচাতো ভাই রাফিকে নিয়ে বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে রোববার দুপুরে গোসল করতে যায়। এ সময় অসাবধানতাবসত রাফি নদের পানিতে তলিয়ে যেতে থাকে। একপর্যায়ে মাদ্রাসাছাত্রী সুমাইয়া আক্তার তার চাচাতো ভাই রাফিকে বাঁচানোর চেষ্টা চালায়।

নিহত সুমাইয়ার বাবা ইউসুফ মিয়া জানান, এ সময় রাফিকে বাঁচাতে গিয়ে সুমাইয়া নিজেই নদের পানিতে তলিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নোয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান জানান, এ ঘটনা খুবই মর্মান্তিক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে