মর্মান্তিক অগ্নিকাণ্ডে পুড়ে গেল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা কর্ণগোপ এলাকায় হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ গ্রুপের কারখানা। মারা গেলেন এখন পর্যন্ত ৫২ জন।অগ্নিকাণ্ডের পর ভেতর থেকে প্রথমেই ভাইকে ফোন করেছিলেন সিনিয়র অপারেটর মোহাম্মদ আলী।
তখন বিকেল সাড়ে ৫টা। ছোটভাইকে মোহাম্মদ আলী বলেছিলেন, ‘ভাই, আমাদের কারখানায় আগুন লাগছে। কেউ বের হতে পারছি না। আমি যদি ভাই কোনো ভুল-ত্রুটি করে থাকি আমাকে মাফ করে দিস।’
মোহাম্মদ আলীর কথা শুনেই সব কাজ ফেলে ছোটভাই সাড়ে ৬টার দিকে ছুটে আসেন কারখানার সামনে। এসে দেখেন সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। সেখানে তখন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিট মাত্র এসেছে।
বিকেল ৬টার পর আর মোহাম্মদ আলীর কোনো খোঁজ পাননি ছোটভাই। তাঁর ফোনটিও বন্ধ দেখাচ্ছে। সেই থেকে এখনো কারখানার সামনে অপেক্ষায় আছেন ছোটভাই। কিন্তু কেউ তার ভাইয়ের হদিস দিতে পারছে না। পুলিশ, ফায়ার সার্ভিস সবার কাছে যাচ্ছেন ছোটভাই। কিন্তু কেউ ভাই মোহাম্মদ আলীর কোনো খোঁজ দিতে পারেনি। তিনি বেঁচে আছেন কি না তাও জানেন না ছোটভাই।
আজ শুক্রবার দুপুরে মোহাম্মদ আলীর ছোটভাই কারখানার সামনে বলছিলেন, ‘ভাই, শুধু একটা কথাই বলছিল, ভাই যদি ভুল-ত্রুটি করে থাকি তবে মাফ করে দিস।’