রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬, ১০:২৮:০৭

এক মণ দুধে এক ফোটা চোনা দিতে দেব না : শামীম ওসমান

এক মণ দুধে এক ফোটা চোনা দিতে দেব না : শামীম ওসমান

নারায়ণগঞ্জ : আমি হাত দিলে নারায়ণগঞ্জের অর্ধেক পত্রিকা বন্ধ হয়ে যাবে বলে হুঙ্কার দিয়েছেন ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।  তবে নেগেটিভ সংবাদ না করে তথ্যগত সংবাদ পরিবেশনের দাবি জানিয়েছেন তিনি।

রোববার দুপুরে দৈনিক কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

শামীম ওসমান বলেন, যে ব্যক্তি মাথায় নেগেটিভ চিন্তা করে সেই নেগেটিভ নিউজ করতে পারে।  লোকাল পত্রিকাগুলোর কি আছে, কি লিখে আমরা এটা জানি।  প্রত্যেকের চরিত্র সম্পর্কে বলতে গেলে শেষ হবে না।  কিন্তু আমরা এসব মাথায় নেই না।  যদি হাত দেই তাহলে নারায়ণগঞ্জের অর্ধেক পত্রিকা বন্ধ হয়ে যাবে।  

তিনি বলেন, কোথায় প্রেস, কার কত শিক্ষাগত যোগ্যতা এসব কিন্তু সংবাদপত্রের জন্য লাগে।  আমরা একটা ডিউ লেটার দিলে সব পত্রিকা বন্ধ হয়ে যাবে।  কিন্তু সেটা আমরা করি না।  

এসময় তিনি নারায়ণগঞ্জ সারাদেশের মধ্যে শান্তিপূর্ণ এলাকা বলে দাবি করেন।

শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জ সন্ত্রাসী নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ সন্ত্রাসের নারায়ণগঞ্জ -নারায়ণঞ্জের সাংবাদিকরাই লিখে নারায়ণগঞ্জটাকে সন্ত্রাসী নারায়ণগঞ্জ বানিয়ে দিচ্ছে।  কিন্তু যারা লিখছেন তারাও নারায়ণগঞ্জে বসবাস করেন।  দু'একজন ঢাকায় থাকেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জে দুইটি নির্বাচন হয়েছে, যা সারাদেশের মধ্যে নিরপেক্ষ নির্বাচন।  ক্ষমতা দেখবেন নারায়ণগঞ্জের আশপাশের কয়েকটা এলাকায় খবর নিয়ে দেখেন, যেখানে ছাত্রলীগের ঠেলায় থানার ওসিরা চেয়ার বসে থাকতে পারে না।  সাংবাদিক বসে থাকবে তো দূরের কথা।

শামীম ওসমান বলেন, যেখানে দিনের বেলায় লিখবেন আর রাতে ঠ্যাং ভঙে দেবে।  রাতের অন্ধকারে তাকে চিনতেও পারবেন না।  এদের থেকে আমাদের নারায়ণগঞ্জ অনেক ভালো।  যদি কারো কোনো অভিযোগ থাকে সেক্ষেত্রে তথ্যগতভাবে নিউজ দেন।  আমরা ব্যবস্থা নেব।  এক মণ দুধে এক ফোটা চোনা দিতে দেব না।

তিনি বলেন, গুটি কয়েক মিডিয়া এখন নিউজ তৈরি করে, যা ভালো কাজ না। নিউজ তৈরি না করে যা ঘটনা তাই তুলে ধরা উচিত।  এর মধ্যে কালের কণ্ঠের আমি ভিন্নতা দেখেছি।  অফিসে গেলে অফিস ডেকোরেশন, সম্পাদক ও সাংবাদিকদের গুণগত মান চোখে পড়ে।  কালের কণ্ঠ তার স্বকীয়তা রেখেই এগিয়ে চলেছে।
 
শামীম ওসমান বলেন, ১২ জানুয়ারি আমরা শহরের চার পয়েন্টে যানজট নিরসনে মাঠে নামবো।  উন্নত একটি নারায়ণগঞ্জ গড়ে তুলতে চাই।  আগামী ৩ বছর ক্ষমতার সময়ে বেঁচে থাকলে সম্ভব হবে বলে মনে করছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালের কণ্ঠের পাঠক সংগঠন শুভসংঘের জেলা কমিটির সভাপতি চন্দন শীল।  সঞ্চালনায় ছিলেন জেলা প্রতিনিধি দিলীপ কুমার মণ্ডল।

বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আজম, ফতুল্লা থানা আওয়ামী লীগ সভাপতি সাইফউল্লাহ বাদল, সাধারণ সম্পাদক এম শওকত আলী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সভাপতি গোপীনাথ দাস, নগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, জেলা ছাত্রলীগ সভাপতি সাফায়েত আলম সানি, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জেলা কমিটির সভাপতি তাপস সাহা প্রমুখ।
১০ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে