বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১, ১২:০২:৪৯

যে সিদ্ধান্ত নেওয়া হলো আ’লীগের রুদ্ধদ্বার বৈঠকে

যে সিদ্ধান্ত নেওয়া হলো আ’লীগের রুদ্ধদ্বার বৈঠকে

আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভীর জয় নিশ্চিত করতে ভেদাভেদ ও মান-অভিমান ভুলে একাট্টা হয়ে মাঠে নামছেন নারায়ণগঞ্জের আ.লীগ নেতা-কর্মীরা। আগামী ২৪ ডিসেম্বর শহরের শেখ রাসেল পার্কে অনুষ্ঠিতব্য বিজয় সমাবেশকে সফল করতে ডাকা এক রুদ্ধদ্বার বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন নেতারা।

মঙ্গলবার শহরের ২নং রেলগেট এলাকার দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতিতে রাত সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই বৈঠক চলে রাত ৯টা পর্যন্ত। 

এরপর জেলা ও মহানগর আ.লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা অপর একটি রুদ্ধদ্বার বৈঠক করেন যা চলে আরও ১ঘণ্টা। ওই বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র পদে মনোনয়নবঞ্চিত ও শামীম ওসমানপন্থী হিসেবে পরিচিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা। 

বৈঠকে সকল ভেদাভেদ ও মান অভিমান ভুলে গিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে সবাই এক যোগে মাঠে নামবেন বলে সিদ্ধান্ত নেয়া হয়। 
বৈঠকে উপস্থিত একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। 

দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, ২৪ ডিসেম্বর শুক্রবার বিকেলে বিজয় সমাবেশ করবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ। তবে এই সমাবেশ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনকে কেন্দ্র করেই আয়োজন করা হচ্ছে। 

সমাবেশের আলোচনার বিষয় থাকবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন এবং সকল ভেদাভেদ ভুলে গিয়ে দলীয় প্রার্থীর পক্ষে মাঠে নামা। তবে তারা এটাকে সরাসরি নির্বাচনী সভা না বলে বিজয় সমাবেশের নাম দিয়েছেন। আর এই সমাবেশে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারাও উপস্থিত থাকবেন। সমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা একমঞ্চে আসছেন। সেই সাথে সমাবেশ সফল করার জন্য তারা সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করছেন।  তারই অংশ হিসেবে মঙ্গলবার তারা রুদ্ধদ্বার সভাও করেছেন।-যুগান্তর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে