শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২, ১১:১৯:৫৯

রাত পোহালে ভোট, কে জিতবে আইভী নাকি তৈমূর ?

রাত পোহালে ভোট, কে জিতবে আইভী নাকি তৈমূর ?

এমটি নিউজ ডেস্ক : আগামীকাল উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। 

ইতিমধ্যে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। এ জন্য নারায়ণগঞ্জে দুই হাজার ৯১২টি ইভিএম মেশিন আনা হয়েছে। 
প্রতিটি কেন্দ্রে প্রয়োজনের তুলনায় দেড় গুণ ইভিএম রাখা হবে। আজ সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছনো শুরু হয়েছে।

গতকাল (শুক্রবার) রাত ১২টা থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ হয়েছে। তাই এখন ভোটের অঙ্ক মেলাতে ব্যস্ত মেয়র পদে মূল দুই প্রতিদ্বন্দ্বী সেলিনা হায়াত আইভী ও তৈমূর আলম খন্দকারের নির্বাচনী শিবির। সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের কোনটিতে নিজেরা সুবিধাজনক অবস্থানে আছে, কোনটিতে পিছিয়ে আছে, তার তথ্য বিশ্লেষণ করছে দুই পক্ষই। এখন দেখার পালা আগামীকাল কে জিতে, আইভী নাকি তৈমূর ?

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে