রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২, ১০:৩০:১১

চলছে ভোট গ্রহণ, যে অভিযোগ আনলেন কাউন্সিলর প্রার্থী খোরশেদের স্ত্রী

 চলছে ভোট গ্রহণ, যে অভিযোগ আনলেন কাউন্সিলর প্রার্থী খোরশেদের স্ত্রী

এমটি নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ করেছেন কাউন্সিলর প্রার্থী মাকসুদুল আলম খন্দকার খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনা। আজ রবিবার সকালে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‌‘ভোটার আইডির ফটোকপি নিয়ে প্রবেশ করতে চাইলে এক ভোটারকে আটকে দেওয়া হয়েছে মাসদাইর তালা ফ্যাক্টরি মোড়ে। বিষয়টি জানতে চাইলে পুলিশের দায়িত্বরত কর্মকর্তারা জানান, উপরের নির্দেশনা রয়েছে এনআইডি ছাড়া প্রবেশ করতে না দিতে।’

লুনা বলেন, ‘আমরা বার বার বলছি, ইসির নির্দেশনা রয়েছে এনআইডির ফটোকপি নিয়ে যে কেউ ভোট দিতে পারবেন। তবে এখানে তা দিতে দেওয়া হচ্ছে না। আমাদের ভোটাররা বাধাগ্রস্ত হচ্ছেন।’

রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার সংবাদমাধ্যমকে জানান, অবশ্যই ভোটারদের ভোট দিতে যেতে দিতে হবে। ফটোকপি থাকলেও তারা ভোট দিতে পারবেন। পুলিশ এতে কোনোভাবেই বাধা দিতে পারে না। বিষয়টি দেখছি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে