নারায়ণগঞ্জ থেকে : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে শামীম ওসমান ভোট দেবেন কি না এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ছিল সংশয়। সেই সংশয় দূর করলেন শেষ বেলায়, মানে শেষ মুহূর্তে কেন্দ্রে এসে। শামীম ওসমান দুপুর সাড়ে ৩ টায় নারায়ণগঞ্জের ১৩ নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দিতে আসেন।
শামীম ওসমান ভোট দিতে এসেছেন রিকশায়- এমনয়াটাই জানিয়ে বললেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি সুন্দর একটি নির্বাচন আয়োজন করেছেন। এই নির্বাচন সাংবাদিক ভাইয়েদের গাড়ি ও জরুরি সেবার গাড়ি ছাড়া সব যানবাহন বন্ধ রয়েছে। যেহেতু আমি নিজেই একজন আইনপ্রণেতা তাই আমি আইন মেনেই গাড়ি নিয়ে আসিনি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই রিকশায় করে ভোট দিতে এসেছি।
এসময় টেলিভিশন ও বিভিন্ন মাধ্যমের শত ক্যামেরা ঘিরে ধরে ধরে। একটা সময় ধীর গতিতে এগোতে হচ্ছিল শামীম ওসমানকে, কেননা ক্যামেরা ঘিরেই রেখেছিল তাকে। কেন্দ্রের মধ্যে ক্যামেরা ঢুকে পড়ে। আঙুল ম্যাচ করার পূর্ব পর্যন্ত টেলিভিশন, মোবাইল ও বিভিন্ন মাধ্যমের প্রায় এক শত ক্যামেরা ঘিরে রাখে।