বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬, ০৫:১৮:৪৮

‘লামিয়ার জন্য এক পুঁতা দিয়ে ৫ খুন’

‘লামিয়ার জন্য এক পুঁতা দিয়ে ৫ খুন’

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন বলেছেন, আসামি মাহফুজ একাই বাবুরাইল এলাকায় পাঁচজনকে পুঁতা দিয়ে আঘাত করে একে একে হত্যা করেছে।  পরে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে।  লামিয়ার সাথে অনৈতিক সম্পর্কের জেরেই মাহফুজ এ হত্যাকাণ্ড ঘটায়।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।  দুজনকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ করে এ তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।

পুলিশ সুপার বলেন, মাহফুজ কীভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তার পুরো বর্ণনা দিয়েছে।  তার স্বীকারোক্তি অনুযায়ী, সে প্রথমে মোশারফকে, পরে পর্যায়ক্রমে তাছলিমা ও তার জা লামিয়া, তাসলিমার মেয়ে সুমাইয়া এবং সব শেষে শিশু শান্তকে হত্যা করে।  শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত এ হত্যাকাণ্ড ঘটায়।

গত ১৮ জানুয়ারি পুলিশ মাহফুজকে গ্রেফতার করে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।  রিমান্ডের চারদিনের মাথায় মাহফুজ আদালতে স্বীকারোক্তি দেয়।

জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি মোহাম্মদ সালাহ উদ্দিন সুইট বলেন, বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাঈদুজ্জামান শরিফের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় মাহফুজ।  এর আগে কঠোর গোপনীয়তা ও কড়া নিরাপত্তার মধ্যদিয়ে তাকে আদালতে হাজির করা হয়ে।

গত ১৬ জানুয়ারি রাতে নগরীর ২নং বাবুরাইলের প্রবাসী ইসমাইলের পাঁচতলা বাড়ির একতলার পূর্বদিকের ফ্ল্যাট থেকে পাঁচজনের লাশ উদ্ধার করে পুলিশ।  

নিহতরা হলেন তাছলিমা, তাছলিমার ছেলে শান্ত, মেয়ে সুমাইয়া, তাছলিমার ভাই মোশারফ, তাছলিমার জা লামিয়া।  

নিহত তাসলিমার স্বামী শফিকুল ইসলামের ভাগ্নে আসামি মাহফুজ।
২১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে