সোমবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:৫৬:৩৬

সোনারগাঁয়ে উৎসব মুখর পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা

সোনারগাঁয়ে উৎসব মুখর পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা

মোঃ হাবিবুর রহমান, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উৎসব মুখর পরিবেশে গতকাল সোমবার এসএসসি ও দাখিল পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। প্রথম দিনের পরীক্ষায় কোন বহিস্কারের ঘটনা ঘটেনি। তবে ১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম আবু তালেব জানান, এ বছর সোনারগাঁয়ে ২৭টি স্কুল ও ১০টি মাদ্রাসার মোট ৪ হাজার ৯’শ ৯৫ জন পরীক্ষার্থী রয়েছে। ৫টি কেন্দ্র ও ২টি অতিরিক্ত ভেন্যুতে পরীক্ষায় অংশ নেয়া এসএসসি পরীক্ষার্থীদের সংখ্যা ৪ হাজার ৬’শ ৬১ জন এবং দাখিল পরীক্ষার্থীদের সংখ্যা ৩’শ ৩৪ জন।  তবে প্রথম দিনের পরীক্ষায় ১৪ জন এসএসসি পরীক্ষার্থী ও ২ জন দাখিল পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষার্থীদের জন্য প্রত্যেকটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া পরীক্ষা শুরুর পর তিনিসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভূঁঞা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম জাকারিয়াসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
১ ফেব্রুয়ায়ি, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে