রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:৫১:২৭

স্বাগত জানিয়ে মসজিদে মসজিদে দোয়া

 স্বাগত জানিয়ে মসজিদে মসজিদে দোয়া

মোঃ হাবিবুর রহমান, সোনারগাঁ প্রতিনিধি: সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পৃথক পৃথক উন্নয়ণ কমিটি গঠনের মাধ্যমে আগামী এক বছরের মধ্যে ব্যাপক উন্নয়ণ কাজ সম্পন্ন করতে স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকার পরিকল্পনাকে স্বাগত জানিয়ে গতকাল রোববার ইউনিয়নের বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে এলাকাবাসী। এ সময় তারা সাংসদ খোকার এ পরিকল্পনাকে সফল করার জন্য মহান আল্লাহর দরবারে কায়মনোবাক্যে প্রার্থণা করেন।

জানা যায়, গত শনিবার রাতে সাংসদ লিয়াকত হোসেন খোকা উপজেলার সাদিপুর ইউনিয়নের কোনাবাড়ী ঈদগাহ মাঠে কোনাবাড়ী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, “আমি এ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ওয়ার্ড উন্নয়ণ কমিটির মতামতের ভিত্তিতে আগামী এক বছরের মধ্যে ব্যাপক উন্নয়ণ কাজ সম্পন্ন করবো। আমার এ উন্নয়ণ কাজের ব্যাপারে বিভ্রান্তি ছড়িয়ে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টির পাশাপাশি ব্যক্তি স্বার্থ হাসিলের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আর সমাজে যারা নিরীহ মানুষের জমির অংশ ক্রয়ের পাশাপাশি ভূমিদস্যুতা, মামলাবাজী, চাঁদাবাজী ও মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরণের শয়তানী কাজের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে- আমার কাছে তাদের কোন প্রশ্রয় নেই। তারা আমার সাথের লোক হলেও আমি তাদেরকে ছাড় দেব না।” সাংসদ খোকার এ উন্নয়ণ পরিকল্পনাকে স্বাগত জানিয়ে এবং এর সফলতা কামনা করে গতকাল রোববার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল ইসলাম নয়াপুর কাঁঠালিয়াপাড়া জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। এছাড়া ৫নং ওয়ার্ডের নামাবরগাঁও জামে মসজিদে স্থানীয় মেম্বার মাইনুদ্দিন এবং ৩নং ওয়ার্ডের মসজিদে স্থানীয় মেম্বার জাকির হোসেনের উদ্যোগে অনুরুপ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন মসজিদে এ উপলক্ষে বিশেষ মুনাজাত করা হয়েছে বলে জানা গেছে।  
১৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে