নারায়ণগঞ্জ প্রতিনিধি : ক্ষেপেছেন এমপি শামীম ওসমানের ভাই নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। বিতর্কিত নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি গোপীনাথ দাসকে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা থেকে বহিষ্কার ও তার লাইসেন্স করা অস্ত্র জমা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ নির্দেশনা দেন। তিনি এ কমিটির উপদেষ্টা। তিনি যখন জেলা প্রশাসন ও পুলিশ সুপারকে এ নির্দেশনা দেন তখন সভায় উপস্থিত ছিলেন গোপীনাথ দাস।
জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. খন্দকার মহিদউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গাউছুল আজম, বিকেএমইএ এর সাবেক সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, সদর উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, রূপগঞ্জের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া প্রমুখ।
সভায় সেলিম ওসমান গোপীনাথের বিতর্কিত কর্মকাণ্ডের সমালোচনা করে আইনশৃঙ্খলা কমিটির সভা থেকে তাকে বহিষ্কার করতে জেলা প্রশাসককে নির্দেশও দেন।
একই সময় গোপীনাথের অস্ত্র জমা নিতে পুলিশ সুপারকে নির্দেশ দেন সেলিম ওসমান। এসব নিয়ে আইনশৃঙ্খলা কমিটির সভাটি ছিল সোমবার বেশ আলোচিত।
উল্লেখ্য, গত ১১ জানুয়ারি নারায়ণগঞ্জ থেকে কমান্ডার গোপীনাথ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রীর জনসভায় যান। জনসভায় প্রবেশের সময় তার কাছে অস্ত্র পাওয়া গেলে তাকে জনসভায় প্রবেশ করতে না দিয়ে শাহবাগ থানা পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। পরে অবশ্য ছেড়ে দেয়া হয়।
১৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম