নারায়ণগঞ্জ : আজ রাত সাড়ে ৯টায় মা ও মেয়েকে গলাকেটে হত্যা করেছে জামাই। এমন নির্মম ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে।
কাঁচপুর উত্তর পাড়া গ্রামের খাইরুল বাশার দেওয়ানের বাড়ির একটি ঘর থেকে শুক্রবার রাত সাড়ে ৯টায় ২ জনের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ঘটনাস্থল থেকে মেয়ের স্বামীকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে রক্তমাখা ধারালো একটি বঁটি উদ্ধার করা হয়।
লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতরা হলেন লাভলী আক্তার (২৫) ও তার মা রোকসানা বেগম (৪২)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বিসিক শিল্প এলাকার মারকুলী গার্মেন্ট শ্রমিক মোহাম্মদ কাউসার ও স্ত্রী লাভলী আক্তার কাঁচপুর উত্তরপাড়া এলাকায় খায়রুল বাশারের একটি বিল্ডিংয়ে ভাড়া থাকতেন। গত কয়েকদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ দেখা দেয়। শুক্রবার রাতে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রাত ৯টার দিকে লাভলী আক্তারের মা বাকবিতণ্ডা থামাতে যান।
পুলিশ জানায়, কাউসার উত্তেজিত হয়ে ঘরে থাকা বঁটি দিয়ে প্রথমে শাশুড়ি রোকসানা বেগমকে গলাকেটে হত্যা করে। পরে স্ত্রী লাভলী চিৎকার দিলে কাউসার তার স্ত্রী লাভলীকেও গালাকেটে হত্যা করে। দু'জনকে হত্যার পর কাউসার পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী কাউসারকে আটক করে ঘরে অবরুদ্ধ করে রাখে। রাত সাড়ে ৯টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২ জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসাপাতাল মর্গে পাঠায়।
পার্শ্ববর্তী ভাড়াটিয়া সুফিয়া বেগম জানান, কাউসার ও লাভলী দীর্ঘদিন ধরেই ঝগড়া করতেন। শুক্রবার সকালে লাভলীর মা তাদের বাসায় বেড়াতে আসেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোখলেছুর রহমান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় কাউসারকে আটক করা হয়েছে। তাকে পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়েছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে সে।
১৯ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম