নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে পায়ে শেকল বেঁধে কিশোর পেটানো জামদানি কারখানার মালিকবে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোর শ্রমিকের পায়ে শেকল বেঁধে ১৫ দিন ধরে নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
গ্রেপ্তারকৃত আক্তার হোসেন দক্ষিণ রূপসী এলাকার সরাফত আলীর ছেলে। নির্যাতিত আনছারুল ইসলাম (১৪) লালমনিরহাটের হাতীবান্ধা থানার গুন্দিমারী এলাকার মোতালিব মুন্সীর ছেলে।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ রূপসী এলাকার ওই কারখানায় অভিযান চালিয়ে আক্তারকে গ্রেপ্তার ও আনছারুলকে উদ্ধার করা হয় বলে জানান রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মেহেদী হাসান।
তিনি বলেন, কয়েক মাস ধরে আক্তার ঠিকমত বেতন না দেয়ায় আনছারুল কাজ ছেড়ে দিতে চেয়েছিল। গত ৯ ফেব্রুয়ারি এ খবর জানতে পেরে আক্তার উল্টো আনছারুলের কাছে ৫০ হাজার টাকা দাবি করে।
আনছারুল তা দিতে পারবে না জানালে তাকে পায়ে শিকল বেঁধে আটকে রাখে। গত ১৫ দিন ধরে তার পায়ে শিকলে বেঁধে জামদানি বুননের কাজ করাতো কারখানা মালিক আক্তার। কাজ করতে না চাইলে তাকে নির্যাতন করা হতো।
এ ঘটনায় আনছারুলের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা করে।
২৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম