মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৪৭:৫৬

লিফলেট বিতরণ, স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ২ জনকে আটক

লিফলেট বিতরণ, স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ২ জনকে আটক

এমটিনিউজ২৪ ডেস্ক : নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের ২০ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জামান মিয়া ও কর্মী সাইদুল ইসলামকে আটক করেছে বন্দর থানা পুলিশ।

গতকাল সোমবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টায় বন্দর উপজেলার সোনাকান্দা এলাকার জামান অটোরিকশার গ্যারেজ নামের নিজ গ্যারেজ থেকে জামান মিয়াকে ও রূপালী গ্যারেজ থেকে সাইদুলকে আটক করা হয়।

জানা যায়, কেন্দ্রের নির্দেশনায় গত ২ দিন ধরে বন্দর উপজেলার কলাগাছিয়া ও থানা সোনাকান্দা এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে আসছিলেন তারা। পাশাপাশি নিজ অটোরিকশার গ্যারেজে লিফলেট বিতরণ করেন জামান মিয়া ও তার অনুসারীরা।

পরে গতকাল এ সংক্রান্ত একটি ভিডিও ‘বাংলাদেশ আওয়ামী লীগ’র ভেরিফায়েড ফেসবুক পেজে আপলোড করা হলে মুহূর্তের মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এ নিয়ে জেলাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরে অভিযান পরিচালনা করে পুলিশ দুজনকে আটক করে।

আটকের বিষয়ে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

তারা বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে