বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫, ০৮:০৮:২০

ইউপি চেয়ারম্যানের একাউন্টে ১৫ হাজার কোটি টাকা লেনদেন

ইউপি চেয়ারম্যানের একাউন্টে ১৫ হাজার কোটি টাকা লেনদেন

এমটিনিউজ২৪ ডেস্ক : না মন্ত্রী, না এমপি। না কোনো প্রভাবশালী ব্যবসায়ী! অথচ এক ইউপি চেয়ারম্যান হয়ে করেছেন প্রায় ১৫ হাজার কোটি টাকা মানিলন্ডারিং। দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে লাক মিয়া নামের সাবেক এক ইউপি চেয়ারম্যানের এমনই সব তথ্য।

আওয়ামী লীগের এই চেয়ারম্যানের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাবস্থায় চাল, গম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের হদিস পেয়েছে দুদক। লাক মিয়া দম্পতির ৭০ কোটি টাকার অবৈধ সম্পদ এবং প্রায় ১৫ হাজার কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে তারা। এঘটনা পৃথক দুই মামলা করেছে সংস্থাটি।

আজ বৃহস্পতিবার (৬ মার্চ) ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির বিরুদ্ধে। 

অন্যদিকে প্রায় তিনশ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক সিইও ড. আবুল বারকাতসহ ২৩ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে