মোঃ হাবিবুর রহমান, সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের এমপি লিয়াকত হোসেন খোকা বলেছেন, আমি সোনারগাঁয়ের সংসদ সদস্য হওয়ার পর সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের দিকে নজর দিয়েছি। শিক্ষা ব্যবস্থার উন্নয়ণের জন্য আমি সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। কেননা শিক্ষার মান উন্নয়ণ আমাদেরকে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জাতিতে পরিনত করবে বলে আমি বিশ্বাস করি। আজ অত্র স্কুলের পক্ষ থেকে যেসব দাবি দাওয়া করা হলো তা আমি ধারাবাহিকভাবে পূরণ করবো ইনশাআল্লাহ। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বারদী বাজার এলাকায় অবস্থিত বারদী ইংলিশ মিডিয়াম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি লিয়াকত হোসেন খোকা এসব কথা বলেন।
এ সময় বারদী ইংলিশ মিডিয়াম স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা জাতীয় পার্টি নেতা আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভূঁঞা, বারদী ইউপি চেয়ারম্যান জহিরুল হক, বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রফিকুল ইসলাম মেম্বার, আক্তারুজ্জামান মেম্বার, বারদী হাইস্কুলের সিনিয়র শিক্ষক হাজী সেলিম মিয়া, শিক্ষানুরাগী হাবিবুর রহমান, ইউসুফ দেওয়ান, কামাল হোসেন মেম্বার, সেলিম হোসেন দিপু, শাহজালাল আশিকী, আসাদুজ্জামান, রোকনুজ্জামান প্রমুখ।
২৬ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস