মোঃ হাবিবুর রহমান, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এ কে এম ফজলুল হক জীবন (৪৫) গতকাল শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার জামালদী বাসস্ট্যান্ড এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার মৃত্যুতে সোনারগাঁয়ের সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা গভীর শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
জানা গেছে, সোনারগাঁ পৌরসভার হাতকোপা এলাকার সামছুল হকের ছেলে উপজেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এ কে এম ফজলুল হক জীবন শুক্রবার সকাল ১০টার দিকে মোটরসাইকেল যোগে হামদর্দ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার জামালদী বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়া গতিতে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শুক্রবার বেলা ৩টায় পৌরসভার হাতকোপা ও সাড়ে ৩টায় ভবনাথপুর এলাকায় পৃথকভাবে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং পরে তাদের পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
এদিকে এ কে এম ফজলুল হক জীবনের মৃত্যুর খবরে সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তারা বাদ জুম্মা উপজেলার বিভিন্ন মসজিদে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করেন।
০৪ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস