মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ০৬:৪২:২১

‘আব্বু, আব্বু’—বাবাকে বাঁচাতে ছুটে চলা শিশুর আর্তনাদ কাঁপালো নারায়ণগঞ্জ আদালতপাড়া

‘আব্বু, আব্বু’—বাবাকে বাঁচাতে ছুটে চলা শিশুর আর্তনাদ কাঁপালো নারায়ণগঞ্জ আদালতপাড়া

এমটিনিউজ২৪ ডেস্ক : নারায়ণগঞ্জ আদালতপাড়ায় হৃদয়বিদারক এক দৃশ্যের জন্ম দিয়েছে এক শিশুর আর্তনাদ। মঙ্গলবার দায়ের করা মামলার হাজিরা দিতে এক ব্যক্তি পরিবারের সঙ্গে আদালতে এসেছিলেন। কিন্তু আদালতপাড়ায় হঠাৎই আসামি পক্ষের লোকজন তাকে ধাওয়া করে।

পাশেই ছিল তার মাত্র ছয় বছরের শিশুপুত্র—চেহারায় নিষ্পাপ হাসি, চোখে ভয়ের ছাপ। বাবাকে মারতে দেখেই শিশুটি ছুটে যায় তার পিছু পিছু, কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে, “আব্বু! আব্বু!”

বাবাকে রক্ষা করার সেই ব্যাকুল ছুটে চলা, আর কণ্ঠ ফাটিয়ে বলা “আব্বু আব্বু” শব্দে কেঁপে ওঠে পুরো আদালতপাড়া। উপস্থিত অনেকে এই দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়। নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “একটি শিশুর সামনে তার বাবাকে এভাবে নির্যাতন করা মানবতার চরম অবমাননা।”

অনেকে এমন ঘটনার বিচার দাবি করে লিখেছেন—“একটি শিশুর সেই আর্তনাদ যেন আমাদের সমাজবোধকে নাড়িয়ে দেয়।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে