মোঃ হাবিবুর রহমান, সোনারগাঁ প্রতিনিধি: সোনারগাঁয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রাপ্তির জন্য নীরব যুদ্ধের পাশাপাশি গণসংযোগ ও উঠান বৈঠকের মাধ্যমে নির্বাচনী মাঠ গরম করে রেখেছেন আওয়ামীলীগপন্থী চেয়ারম্যান প্রার্থীরা। তবে কোন কোন ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীদেরকে মাঝে মধ্যে গণসংযোগে দেখা গেলেও মাঠে নেই বিএনপি-জামায়াত জোটের কোন প্রার্থী।
গতকাল সোমবার উপজেলার সাদিপুর ইউনিয়নের সিংরাব এলাকায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, অত্র ইউনিয়নে আওয়ামীলীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও মদনপুর মা হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক যুবলীগ নেতা শেখ রুহুল আমীন ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে দোয়া ও ভোট প্রার্থনা করছেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, হাজী আবিনুর খাঁন, অহিদ মিয়া, ইব্রাহীম পাটোয়ারী, হযরত আলী, মোতালিব মিয়া, ইয়াকুব মোল্লা, ইউসুফ আলী, সুবেদ আলী, আব্দুস সাত্তার, আমিনুল ইসলাম, গোলাম রাসূল, ইমান আলী, মোস্তফা, নবী হোসেন, কবির হোসেন, আব্দুস সালাম, আমিনুল ইসলাম, দেলোয়ার হোসেন, শাহ পরান, কালা মিয়াসহ বিপুল সংখ্যক এলাকাবাসী।
গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী শেখ রুহুল আমীন ভোটারদের উদ্দেশ্যে বলেন, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়তে সর্বাত্মক সহযোগীতা করবেন। তাছাড়া সাদিপুরবাসী তাকে চেয়ারম্যান নির্বাচিত করলে তিনি উত্তরাঞ্চলের অবহেলিত সিংরাব গ্রামসহ গোটা ইউনিয়নের অসম্পূর্ণ উন্নয়ণমূলক কাজগুলো দ্রুত সম্পন্নের পাশাপাশি প্রয়োজনীয় রাস্তাঘাট, ব্রীজ, কালভার্টসহ দুস্থ্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। মানুষের খেদমত করার সুযোগদানের জন্য তিনি এ সময় ভোটারদের দোয়া ও সহযোগীতা কামনা করেন।
৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস