বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬, ০৭:৫২:৪১

ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ প্রদান

  ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ প্রদান

হাবিবুর রহমান, সোনারগাঁ প্রতিনিধি: সোনারগাঁ ভূঁইয়া ফাউন্ডেশন গোয়ালপাড়া বারদীর উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী বারদী ইউনিয়নের দুস্থ্য রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা প্রদান করা হয়েছে। এ সময় জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাংগঠনিক সম্পাদক ও আসন্ন বারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী লায়ন আমিনুল ইসলাম ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে গোয়ালপাড়া হাইস্কুল মাঠে প্রায় সাড়ে তিন হাজার চক্ষু রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়।  

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লায়ন্স ক্লাব অব ওয়ারী গোল্ডেন এর নারায়ণগঞ্জ জেলার গভর্ণর লায়ন এ এস সালাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রান ও দুর্যোগ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া’র ছোট ভাই লায়ন জাহাঙ্গীর হোসেন চৌধুরী, লায়ন শফিকুল ইসলাম ভূঁইয়া, লায়ন মোস্তফা কামাল, লায়ন মুজিবুর রহমান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি লায়ন মাহবুবুর রহমান বাবুল প্রমুখ।
উল্লেখ্য, সোনারগাঁ ভূঁইয়া ফাউন্ডেশন গোয়ালপাড়া বারদীর উদ্যোগে গত প্রায় ১০ বছর যাবত উপজেলার দরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হচ্ছে। এছাড়া প্রতি বছর রমজান মাসে দরিদ্রদের মাঝে সেমাই, চিনি ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়। তাছাড়া বারদী ইউনিয়নের রাস্তাঘাট ও মসজিদ-মাদ্রাসাগুলোতে অত্র ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বদাই সহযোগীতা করা হচ্ছে। এ ফাউন্ডেশনের উদ্যোগে গত ৩ ফেব্রুয়ারী মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী সোনারগাঁয়ের সকল মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান করেন।
১০ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে