শুক্রবার, ১১ মার্চ, ২০১৬, ০৮:৪২:৪৭

প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেলেন মন্ত্রী

প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেলেন মন্ত্রী

মোঃ হাবিবুর রহমান, সোনারগাঁ প্রতিনিধি:   প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।  সুলতানী ও মোগল আমলের বেশকিছু প্রত্নতাত্বিক নিদর্শন দেখে একসময়ের বাংলার রাজধানী সোনারগাঁয়ের প্রেমে পড়ে যান তিনি।

শুক্রবার সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক বনভোজন অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে এমন কথাই জানান মন্ত্রী।

তিনি বলেন, সোনারগাঁয়ের অনেক নাম শুনেছি, কিন্তু ব্যস্ততার কারণে  কখনো আসতে পারিনি।  আজ সুযোগ পেয়ে সোনারগাঁ ঘুরে দেখলাম।  প্রথম দেখাতেই আমি প্রেমে পড়ে গিয়েছি।

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, এখানকার লোকশিল্প জাদুঘরের সৌন্দর্য আমাকে বিমোহিত করেছে।  এখানের আঁকা-বাঁকা লেকে নৌকা চললে মিনি বাংলাদেশের আবহ তৈরি হবে।

এসময় তিনি সোনারগাঁয়ের পরিত্যক্ত লেকগুলো সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপ, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভূঁঞা, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মঞ্জুর কাদের।

পরে মন্ত্রী লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জমিদার বাড়ির পুনঃনির্মাণ কাজ পরিদর্শন করেন।  মন্ত্রীকে শুভেচ্ছা জানান সোনারগাঁ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ ফ ম জাহিদ ইকবাল।

দুপরে মন্ত্রী জাদুঘরের ময়ূরপঙ্খী নৌকা মঞ্চের সামনে মন্ত্রণালয়ের বনভোজনে অংশ নেন।
১১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে