সোমবার, ১৪ মার্চ, ২০১৬, ০৮:২১:২৯

সোনারগাঁয়ে রাজউকের মতবিনিময় সভা

সোনারগাঁয়ে রাজউকের মতবিনিময় সভা

মোঃ হাবিবুর রহমান, সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ও সনমান্দী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সোমবার দুপুরে রাজধানী উন্নয়ণ কর্তৃপক্ষের (রাজউক) বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) ২০১৬-২০৩৫ প্রণয়ন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে পৃথকভাবে সভাপতিত্ব করেন, সাদিপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ মোল্লা এবং সনমান্দী ইউপির স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব শাহাবুদ্দিন সাবু। এ সময় রাজউকের কর্মকর্তা কাজী গোলাম হাফিজ, মিজানুর রহমানসহ স্থানীয় বক্তারা উল্লেখিত দুটি ইউনিয়নে রাজউকের নির্ধারিত এলাকা সমূহে রাস্তাঘাটের উন্নয়ণ, পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা, খালখনন, বর্জ্য ফেলার স্থান, পানি ও গ্যাস সরবরাহ স্টেশন, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, পুলিশ স্টেশন, ফায়ার সার্ভিস স্টেশন, খেলার মাঠ নির্মাণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

সাদিপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাদিপুর ইউপির প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন মেম্বার, জাকির হোসেন মেম্বার, আবুল কাশেম মেম্বার, নূর হোসেন মেম্বার, মহিলা মেম্বার রোকসানা আক্তার, রাশিদা আক্তার, হেনা আক্তার, আওয়ামীলীগ নেতা আসাদুর রহমান আসাদ, সাংবাদিক হাবিবুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অন্যদিকে সনমান্দী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সনমান্দী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী ইসহাক, সামসুল হক মেম্বার, ফজলুল হক মেম্বার, রুহুল আমীন মেম্বার, লুৎফা বেগম, সনমান্দী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজু ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির অর্থ সম্পাদক সামছুল আলম দিপুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
১৩ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে