বুধবার, ১৬ মার্চ, ২০১৬, ০৭:৩২:২১

সানজিদার বিয়ে আটকে দিলেন ম্যাজিস্ট্রেট

 সানজিদার বিয়ে আটকে দিলেন ম্যাজিস্ট্রেট

নারায়ণগঞ্জ : বয়স না হওয়ায় সানজিদার বিয়ে আটকে দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর এসিল্যান্ড (ভূমি) মাসুম আলী বেগ।  সিদ্ধিরগঞ্জের গোদনাইল তাতখানা সৈয়দপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বন্ধ হয়ে যায় বাল্যবিয়ে।

এসময় কনের মা-বাবাকে আর্থিক জরিমানা করা হয়।  আজ বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে বাল্যবিয়েটি বন্ধ হয়।  এসময় বিয়ের কনে সানজিদার বয়স প্রমাণের বৈধ কোনো কাগজ দেখাতে পারেনি পরিবারের লোকজন।

কনে সানজিদা জানায়, এ বিয়েতে রাজি ছিল না সে।  সানজিদা গোদনাইল সৈয়দপাড়া এলাকার হযরত আলীর বাড়ির ভাড়াটিয়া সেলিমের মেয়ে।  পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের বাবা সেলিম এবং মা অযুফাকে এক হাজার টাকা জরিমানা করেন।

মাসুম আলী বেগ জানান, কনের পরিবার জানিয়েছে, সানজিদার বয়স বর্তমানে ১৬।  সে ৪ বছর আগে পঞ্চম শ্রেণিতে লেখাপড়া করেছিল।  মেয়েটি প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দিতে পরিবারকে নির্দেশ দেয়া হয়েছে।
১৬ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে