বুধবার, ০৬ এপ্রিল, ২০১৬, ০৭:৩৮:০১

কথা রাখেনি মামী, ৫ খুনে ভাগ্নের নামেই চার্জশিট

কথা রাখেনি মামী,  ৫ খুনে ভাগ্নের নামেই  চার্জশিট

নারায়ণগঞ্জ : জেলা শহরের ১নং বাবুরাইলে একই পরিবারের পাঁচজনকে হত্যার নৃশংস ঘটনার আড়াই মাস পর মাত্র একজনের নামে চার্জশিট দাখিল করা হয়েছে। এরই মধ্যে গ্রেপ্তারের পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন তিনি।  এ মামলায় ভাগ্নে মোহাম্মদ মাহফুজকেই একমাত্র আসামি করা হয়েছে। মামী কথা রাখায় এ নৃশংস হত্যাকাণ্ড ঘটান তিনি।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর ওই চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দ পুলিশের (ডিবি) পরিদর্শক (তদন্ত) এমএ খায়ের।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোলাম হোসেন চার্জশিট দাখিলের সত্যতা নিশ্চিত করে বলেন, ৫ খুন মামলার ধার্য তারিখের দিনে আদালতে চার্জশিটটি উপস্থাপন করা হবে। এ বিষয়ে সেইদিন আদালতে শুনানি হবে।

মামলার তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (তদন্ত) এম এ খায়ের জানান, মামলায় ৩০জনকে সাক্ষী করা হয়েছে। আলামত দেখানো হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত শিল পাটাসহ ২৫টি আলামত।

প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি রাতে শহরের বাবুরাইল এলাকা থেকে তাসলিমা (৩৫), তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), তাসলিমার ছোটভাই মোরশেদুল (২২) ও তার জা লামিয়ার (২৫) লাশ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পরদিন ১৭ জানুয়ারি সকালে নিহত তাসলিমার স্বামী শফিকুল ইসলাম বাদী হয়ে ভাগ্নে মাহফুজ, ঢাকার কলাবাগানের নাজমা ও শাহজাহানের নাম উল্লেখ করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ওইদিন রাতেই মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরদিন গ্রেপ্তার করা হয় শফিকুল ইসলামের ভাগ্নে মাহফুজকে। পরে ২১ জানুয়ারি আদালতে মাহফুজ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। চার্জশিটে মাহফুজকে রেখে অন্যদের অব্যাহতি দেয়া হয়।

মামীর সঙ্গে একই বিছানায় শুতে গিয়ে ব্যর্থ হয়ে ক্ষোভে একে একে ৫জনকে হত্যা করা হয়। মাত্র ৪ ঘণ্টার ওই কিলিং মিশনে প্রথমে তাসলিমা ও সবশেষ হত্যার শিকার হয় স্কুল ছাত্র মো. শান্ত।

এর মধ্যে তাসলিমা, লামিয়া ও মোর্শেদুল মোশাররফকে মাথায় শিল দিয়ে আঘাত করে এবং শান্তকে দেয়ালে আঘাত করে হত্যা করে। আঘাতের পর শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করা হয়। শিশু সুমাইয়া মারা যায় মাহফুজের শিলের আঘাতে।
৬ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে