বৃহস্পতিবার, ০১ আগস্ট, ২০১৯, ১০:২১:২৯

দেশের ৬৪ জেলায় মধ্য কেবল এই একটি মাত্র জেলা যেখানে এখনও ডেঙ্গু রোগী নেই

দেশের ৬৪ জেলায় মধ্য কেবল এই একটি মাত্র জেলা যেখানে এখনও ডেঙ্গু রোগী নেই

নেত্রকোনা থেকে : পুরো দেশজুড়ে ডেঙ্গু মহামারী আকারে ধারণ করেছে। ৬৩ জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়লেও একটি জেলায় এখনও কোনো ডেঙ্গু রোগীর খবর পাওয়া যায়নি। এ নিয়ে ঐ জেলার মানুষের মধ্যে নানা আলোচনা। 

চায়ের আড্ডা থেকে শুরু করে সব জায়গার একই আলোচনা- কীভাবে এই জেলা এখনও ডেঙ্গুর আওতামুক্ত রয়ে গেলো! ঢাকার পাশের জেলা একটি হওয়ার পরও ডেঙ্গুর প্রাদুর্ভাব নেই, এটা বাড়তি আগ্রহ তৈরি করার মতোই বটে।

ঢাকা বিভাগেরই অন্তর্গত নেত্রকোনা জেলা যেখানে এখনও কোনো ডেঙ্গু রোগীর সংবাদ পাওয়া যায়নি। এ নিয়ে জেলার অধিবাসীদের ভিন্ন ভিন্ন বক্তব্য। ডেঙ্গু নেই এজন্য কেউ কেউ সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান। কেউ আবার বলছেন, এই জেলায় নিমগাছ বেশি, তাই এডিশ মশা নেই।
 
তবে, বিশেষজ্ঞদের এ নিয়ে কোনো মন্তব্য নেই। তাদের বক্তব্য হয়তো এখনও কোনো ডেঙ্গু রোগীর সংবাদ পাওয়া যায়নি। কিন্তু, নেত্রকোণায় কেউ ডেঙ্গু আক্রান্ত না হওয়ার বিশেষ কোনো কারণ নেই। ফলে, সারাদেশের মতো নেত্রকোণার মানুষকেও ডেঙ্গু প্রতিরোধে গুরুত্ব দেয়ার পরামর্শ তাদের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে