নেত্রকোণা থেকে: বাংলাদেশে চার দিনের সফরে এসে নেত্রকোণায় একটি উচ্চ বিদ্যালয়ের কিশোরীদের সঙ্গে প্রীতি ফুটবল খেলায় অংশ নিয়েছেন মিস ইউনিভার্স-২০১৬ জয়ী ফ্রান্সের ইরিশ মিতেনার। বাংলাদেশে এসে গ্রামের কিশোরীদের সঙ্গে ফুটবল খেললেন মিস ইউনিভার্স মিতেনার।
গতকাল শুক্রবার (৮ জুলাই) বিকেলে তিনি জেলার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক প্রীতি ফুটবল খেলায় অংশ নেন। এদিকে ফ্রান্সের ইরিশ মিতেনারের আগমনের সংবাদ পেয়ে তাকে দেখতে ওই মাঠে জড়ো হন আশপাশের এলাকাসহ দূর-দুরান্তের শত শত নারী-পুরুষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিশুদের জীবনমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের শুভেচ্ছা দূত হিসেবে ফ্রান্সের ইরিশ মিতেনার চার দিনের সফরে বাংলাদেশে আসেন। বাংলাদেশে এসেই তিনি ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রম পরিদর্শন করতে শুক্রবার হাওরাঞ্চল নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় ছুটে যান।
পরে সেখানে স্থানীয় নাজিরপুরে ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন ইরিশ। একপর্যায়ে লেঙ্গুরা উচ্চ বিদ্যালয়ে মাঠে কিশোরীদের আয়োজনে প্রীতি ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন ইরিশ মিতেনার এবং ফুটবল ম্যাচের উদ্বোধন করেন। পরে কিছুক্ষণ তিনি শিশুদের সঙ্গে খেলায় অংশগ্রহণ করেন।
পরে খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন ইরিশ মিতেনার। এ সময় ইরিশ মিতেনার বলেন, বাংলাদেশ খুবই আর্কষণীয় একটি দেশ। এ দেশের মানুষগুলো সব সময়ই হাসিখুশিতে থাকে। তারা আমাকে অনেক সম্মান এবং আপ্যায়ন করছে। আমি এতে মুগ্ধ।