সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ০৫:২০:৪৯

খেলা শেষ হবার সাথে সাথেই জয়ের উল্লাসে মেতে ওঠে নেত্রকোনা

খেলা শেষ হবার সাথে সাথেই জয়ের উল্লাসে মেতে ওঠে নেত্রকোনা

নেত্রকোনা : মেসির হাতে কাপ উঠায় প্রাণ ফিরে পেয়েছে আর্জেন্টাইন ভক্তরা। খেলা শেষ হবার সাথে সাথেই জয়ের উল্লাসে মেতে ওঠে নেত্রকোনার শিশু কিশোর বৃদ্ধ সকল বয়সের আর্জেন্টাইন সমর্থকরা। পাড়া মহল্লা থেকে শুরু করে অলিগলি প্রধান সড়ক সর্বত্রই আনন্দ মিছিল নিয়ে বের হন ভক্তরা। 

এ সময় শহরের কালিবাড়ি মোড়, তেরি বাজার মোড়, মোক্তারপাড়া ব্রিজ, শহীদ মিনার মোড়সহ বিভিন্ন স্থানে সবাই সমবেত হয়ে উল্লাসে ফেটে পড়েন। আতশবাজিসহ নেচে গেয়ে বিজয় উদযাপনে নামেন ছোট বড় সব বয়সীরা। দীর্ঘ ৩৬ বছর অপেক্ষার পর শিরোপা নিতে পারায় মেসিদের এই বিজয় ছড়িয়ে পড়েছে নেত্রকোনার গ্রাম শহর সবখানে। 

এ দিকে উল্লাসের কারণে ভোর রাত পর্যন্ত শহরের প্রধান প্রধান সড়কগুলোতেও যান চলাচল অনেকটাই বাধাগ্রস্থ হয়। এর আগে শ্বাসরুদ্ধকর খেলার প্রথমার্ধে ২-০ গোলে আর্জেন্টাইন এগিয়ে থাকায় আনন্দের যেন বন্যা বয়ে যায় সমর্থকদের মাঝে। 

তবে খেলার দ্বিতীয়ার্ধে পরপর দুইটি গোল দিয়ে এগিয়ে যায় ফ্রান্স। এতে হঠাৎ যেনো নীরবতা নেমে আসে আর্জেন্টাইন সমর্থকদের মাঝে। চারপাশে নিঃশব্দে শুনসান নীরবতা অনুভূত হয়। টেনশন বেড়ে যায় অনেকের মাঝে। কেউ কেউ অসুস্থতা অনুভব করে প্রেসার মাপাতে ভিড়র জমান বিভিন্ন ফার্মেসীতে। কিন্তু ফাইনাল খেলা দেখার কারণে ফার্মেসীগুলোও থাকে বন্ধ। 

এমন এক শ্বাসরুদ্ধ পরিস্থিতি থেকে ট্রাইবেকারে আর্জেন্টিনার বাজপাখি খ্যাত মার্টিনেজের রক্ষনশলতা আবাবো প্রাণ ফিরিয়ে দেয় ভক্ত অনুরাগীদের। শেষ পর্যন্ত আবারও বিজয়ের হাসি হাসে আর্জেন্টিনা ভক্তরাই।
 
সাথে সাথেই বাড়ি ঘর ছেড়ে সড়কে বেরিয়ে আর্জেন্টিনার সমর্থকরা খুশিতে মেতে ওঠে। ব্রাজিল সমর্থক নেত্রকোনা মডেল থানার ওসি খন্দাকার শাকের আহমেদের স্ত্রী আশা সরকার স্বামী সন্তানদের খুশির সঙ্গী হয়ে পড়েন। তিনি বলেন, ঘরের সবাই মেসি ভক্ত। সে জায়গায় তিনি চাপেই ছিলেন। তাই মেসির হাতে কাপ উঠেছে এতে খুশিই হয়েছেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে