রবিবার, ০৭ মে, ২০২৩, ০১:৪০:৫৯

আকস্মিক ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড কলমাকান্দা

আকস্মিক ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড কলমাকান্দা

নেত্রকোনা : নেত্রকোনার কলমাকান্দায় আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে শতাধিক বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান। উপড়ে গেছে কয়েক শ গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। কলমাকান্দা-দুর্গাপুর সড়কের রামপুর এলাকায় গাছ ভেঙে সড়কের ওপর পড়ে থাকায় প্রায় ১ ঘণ্টাব্যাপী সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিসের একটি দল গাছ সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে হঠাৎ ঝড়ের আঘাতে কলমাকান্দা সদর, লেংগুরা, খারনৈ ও নাজিরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারের শতাধিক বাড়িঘর ও দোকান লণ্ডভণ্ড হয়ে যায়। কয়েক শত গাছ উপড়ে পড়ে। কিছু গাছ ভেঙে বাড়িঘরের ওপরে পড়লে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। তবে এই ঝড়ে কোনো মানুষ নিহত বা আহতের খবর পাওয়া যায়নি।

পালপাড়া বাজারের সারের ব্যবসায়ী আবুল কালাম বলেন, ঝড়ে তার ব্যাপক ক্ষতি হয়েছে। পালপাড়া, বরদল, রহিমপুর, রামপুরসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের বেশকিছু গাছপালা ও কাঁচা ঘরবাড়ির টিন উড়ে গেছে।

কলমাকান্দা, লেংগুরা, নাজিরপুর ও খারনৈ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের সাথে কথা বলে জানা গেছে, এই ঝড়ে শতাধিক পরিবারের বাড়িঘর ও গাছপালা ভেঙে গেছে। পাকা ফসলেরও ক্ষতি হয়েছে। তবে ঝড়ের তাণ্ডবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখানো তারা জানতে পারেনি। তারা ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করছেন। যতটুকু সম্ভব ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করবেন বলেও জানান।

কলমাকান্দা ফায়ার সার্ভিসের ইনচার্জ এমদাদুল হক বলেন, ঝড়ের কারণে কলমাকান্দা-দুর্গাপুর সড়কসহ বিভিন্ন জায়গায় শত শত গাছের ডালপালা ভেঙে পড়েছে। কিছু কিছু জায়গায় এলাকাবাসীর সহায়তায় আবার কোথাও কোথাও ফায়ার সার্ভিসের টিম গাছগুলো সড়ক থেকে সরিয়ে নিচ্ছে।

কলমাকান্দা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী রাসেদুজ্জামান বলেন, ঝড়ের তাণ্ডবে গাছের ডাল পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। মেরামতের কাজ চলছে শেষ হলেই বিদ্যুৎ লাইন চালু করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে