নোয়াখালী : জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে নোয়াখালীতে চার মাসের অন্তঃসত্ত্বাসহ একই পরিবারের ১১ জনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্প্রতিবার রাত সাড়ে ১১ থেকে ১২টার মধ্যে রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজন হলেন, মজিবুল হক (৫৫), আবুল কালাম (৬০), চার মাসের অন্তঃসত্ত্বা রজিনা আক্তার (২২), রুচিয়া বেগম (৪০), রানী বেগম (৩০), বিজয় (১১), জোসনা বেগম (২৭), ঈমামউদ্দিন (২৬)।
আহতদের স্বজন, পুলিশ ও এলাকাবাসী জানান, একই গ্রামের জহিরুল হকের সাথে প্রতিপক্ষ আব্দুল মালেকের ১৬/১৭ বছর ধরে জমি নিয়ে বিরোধ। বৃহস্প্রতিবার রাতে স্থানীয় চা-দোকানে জহির ও মালেকের সাথে এ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ মালেকের ভাতিজা রহিম ও তার ছেলে আরজু, রাজুর নেতৃত্বে পরিকল্পিতভাবে ৩০/৩৫ জনের লাঠিয়াল বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে জহিরের স্বজনদের উপর হামলা চালায় ও তাদের কুপিয়ে আহত করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
১৬ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম