নোয়াখালী: উৎসবমুখর পরিবেশে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা নির্বাচনের ইভিএম পদ্ধিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৬টায় কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকের প্রার্থী আবদুল কাদের মির্জা নির্বাচন সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট নেয়ার জন্য।
এদিকে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও প্রচণ্ড শীত উপেক্ষা করে সাড়ে ছয়টা থেকে দলে দলে নারী ও পুরুষ ভোটাররা কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়ান। তবে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি সকালে বেশি দেখা গেছে।
বসুরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের বসুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা গেছে ভোটারদের দীর্ঘ সারি। নারী ভোটারদের পাশাপাশি রয়েছে পুরুষ ভোটারদের উপস্থিতি। ভোট প্রদানের এক ঘণ্টা আগেই সবাই লাইনে দাঁড়ান।
এ সময় কথা হয় কয়েকজন ভোটারের সঙ্গে। তারা জানান, উৎসবমুখর পরিবেশে এবং কোনো রকম বাধা ছাড়াই তারা ভোট দিতে এসেছেন। পছন্দের প্রার্থীকে ভোট দেবেন তারা।
বসুরহাট পৌরসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আজ সেখানে ভোট দেবেন ২১ হাজার ১১৬ জন ভোটার। তিন জন মেয়র প্রার্থী ও ৩২ জন কাউন্সিলর প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।