নোয়াখালী: নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেন, করোনা আমাদের নিত্যসঙ্গী হয়ে গেছে। দুর্নীতিবাজ মন্ত্রী, এমপি, সরকারি কর্মকর্তাদের অপকর্ম, লুটপাট ও গরিবের ওপর অত্যাচারের কারণে খোদার গজব করোনা রোগ আল্লাহ দিয়েছেন। এটা থেকে রক্ষার জন্য সবাই নামাজ-রোজা করা উচিত। অন্যরা নিজ নিজ ধর্ম-কর্ম পালন করা উচিত।
তিনি বলেন, লকডাউন দিয়ে কোনো লাভ নেই, কেউ লকডাউন মানে না। সাবান পানি নেই, হ্যান্ড স্যানিটাইজার নেই, মাস্কও পরে না, কিসের লকডাউন? দুইবার টিকা দেওয়ার পরও করোনা আক্রান্ত হচ্ছে মানুষ। লকডাউন না দিয়ে স্বাস্থ্যবিধি প্রতিপালন করাই উচিত। আল্লাহ রক্ষা করলে আমাদের রক্ষা করতে পারেন।
মঙ্গলবার দুপুরে তার নিজ কার্যালয় বসুরহাট পৌরসভা থেকে ফেসবুক লাইভে এসে কাদের মির্জা এসব কথা বলেন।
তিনি বলেন, বড় লোকেরা বিদেশে গিয়ে চিকিৎসা করছেন। তাদের অঢেল টাকা আছে। গরিব মানুষের তো কোনো উপায় নেই। যারা দুর্নীতি করে তারা এখন আমার কাছে ম্যাসেজ পাঠায়, ওদের সঙ্গে আমার কোনো আপস নেই। এদের সঙ্গে আমি আপস করি কীভাবে।