নোয়াখালী থেকে : নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একইসঙ্গে তাকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য দলের সভানেত্রী ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা আওয়ামী লীগ।
সাংসদ একরামুল করিম চৌধুরী দলের বিরুদ্ধে অবস্থান নেয়ায় নোয়াখালী জেলা আওয়ামী লীগের নেতারা এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। শনিবার বিকেলে নোয়াখালীর মাইজদীতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত আহ্বায়ক কমিটির কার্যনির্বাহী সভায় সিদ্ধান্তটি নেয়া হয়।
এ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন বলেন, বিগত ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনে একরামুল করিম চৌধুরী দলীয় প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নেয়। এ কারণে সভায় উপস্থিত জেলা আওয়ামী লীগের ৮০ শতাংশ সদস্যের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।