শনিবার, ১৮ জুন, ২০২২, ০৯:৩৩:৩৫

তাবলিগে স্বামী, স্বর্ণালংকার ও টাকা নিয়ে পরকী'য়া প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী

তাবলিগে স্বামী, স্বর্ণালংকার ও টাকা নিয়ে পরকী'য়া প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী

এমটি নিউজ ডেস্ক : নোয়াখালীর সোনাইমুড়ীতে স্বামীর বাড়ি থেকে স্বর্ণালংকার নিয়ে পর'কীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। শুক্রবার (১৭ জুন) দুপুরে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে প্রেমিকের বাড়ি থেকে স্বর্ণালংকারসহ ওই গৃহবধূকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ এর সদস্যরা। এ সময় আরও এক নারীকে গ্রেপ্তার করা হয়। তবে তাদের নাম প্রকাশ করেনি র‌্যাব। 

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা হুমায়ুন কবির (৩৩) ইতালি প্রবাসী। ইতালি থাকাকালে তার স্ত্রী সামিরা (ছদ্মনাম) ফারুক হোসেন (৩০) নামে এক যুবকের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন। হুমায়ুনের বাবা-মা বিষয়টি জানতে পেরে তাকে জানান। পাঁচ মাস আগে ইতালি থেকে দেশে চলে আসেন হুমায়ুন। দেশে আসার পর তিনি লক্ষ্য করেন তার স্ত্রী মোবাইলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অগোচরে পরকী'য়া চালিয়ে যাচ্ছেন। 

এরপর স্ত্রীকে সংশোধনের চেষ্টা করলে স্ত্রী তাকে নারী নির্যাতনের মামলার ভয় দেখান। গত ১২ জুন হুমায়ুন তিন দিনের জন্য সোনাইমুড়ীর শানারবাঘ জামে মসজিদে তাবলিগে যান। এ সুযোগে ১৪ জুন সকাল ১০টার দিকে শাশুড়িকে ওষুধ আনার কথা বলে ১৬ ভরি স্বর্ণালংকার, নগদ ১০ হাজার টাকা ও একটি স্যামসাং মোবাইল সেট নিয়ে পর'কীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যান সামিরা।  

এ ঘটনায় ১৫ জুন হুমায়ুন কবির র‌্যাব-১১ এর ক্যাম্পে মৌখিকভাবে অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্ত নারীসহ দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে স্বর্ণালংকার ও মোবাইল উদ্ধার করা হয়। 

শনিবার (১৮ জুন) সকালে র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ১২ লাখ ৪ হাজার ৮০০ টাকা। এ ঘটনায় সোনাইমুড়ী থানায় ভুক্তভোগী হুমায়ুন কবির লিখিত এজাহার দাখিল করেছেন। আমরা আটকদের সোনাইমুড়ী থানায় হস্তান্তর করেছি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে